Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যরক্তদান শিবিরে এগিয়ে আসতে আহ্বান মুখ্যমন্ত্রীর

রক্তদান শিবিরে এগিয়ে আসতে আহ্বান মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আনতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য সরকার ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে ৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তাই সংলিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এ প্রকল্প চালু করার জন্য। রবিবার লিচু বাগান স্থিত ওল্ড ন্যাশনাল ক্লাবের উদ্যোগে “স্বাধীনতার অমৃত মহোৎসব” মেরে মাটি মেরে দেশ এবং ক্লাবের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন ১০০ টি উপ-স্বাস্থ্য কেন্দ্রের জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ করা হয়েছে।

এদিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন, রক্তদাতা থেকে রক্ত গ্রহীতার সংখ্যা অনেক বেশি। রাজ্যে ৪০ লক্ষ মানুষের জন্য ৪০ হাজার ইউনিট রক্ত মজুদ রাখার প্রয়োজন। এর জন্য সকলকে রক্ত দান করা নৈতিক দায়িত্ব। রক্তদানের চেয়ে বড় কোন উপহার কিছুই হতে পারে না। রক্তের বিকল্প এবং ধর্ম নেই। তাই সমতা বজায় রাখতে সকলকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদাতাদের শুভেচ্ছা জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য