স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : আমবাসা মহাকুমা জহরনগর স্থিত এফসিআই গোডাউনের চাল কেলেঙ্কারি মূল অভিযুক্ত নন্দন রুদ্র পালকে প্রায় তিন মাস পর আমবাসা থানার পুলিশ শনিবার গ্রেফতার করল তার নিজ বাড়ি থেকে।
জানা যায় আমবাসা থানায় যার মামলা নম্বর ২৬/২০২৩ এবং এই মামলাটি ১২ মে ২০২৩ -এ নথিভুক্ত করা হয় আমবাসা থানায় আমবাসা মহকুমা প্রশাসনের তরফে। ৬৩,৭৬৫ কেজি চাউল গোডাউন থেকে হাফিজ করে নেয় বলে অভিযোগ তার বিরুদ্ধে। যে চালগুলি ন্যায্য মূল্যের দোকান এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য সরকারিভাবে বরাদ্দ ছিল। শনিবার তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় আমবাসা থানার পুলিশ। এদিকে আমবাসা থানার পুলিশের তরফে জানানো হয় তাকে আদালতে সোপর্দ করা হবে।