Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, মহকুমা শাসক অফিস সহ বিভিন্ন অফিসে তালা...

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, মহকুমা শাসক অফিস সহ বিভিন্ন অফিসে তালা দিল গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : কথা দিয়ে কথা রাখেন নি প্রশাসনিক আধিকারিকরা। বাধ্য হয়ে গণ্ডাছড়া মহকুমা শাসকের কার্যালয়, পূর্ত দপ্তরের কার্যালয় ও ডম্বুরনগর ব্লকের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল ডম্বুরনগর ব্লক এলাকার সাধারন মানুষ। দিনভর নাটকের পর শেষ পর্যন্ত সন্ধ্যায় মহকুমা শাসকের আশ্বাসে তিনটি সরকারি অফিস তালা মুক্ত হয়। জানা যায়, বৃহস্পতিবার ফের রাস্তা সংস্কারের দাবিতে গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার তিনটি স্থানে সড়ক অবরোধে সামিল হয় এলাকার সাধারণ মানুষ।

 এদিন সকাল সাতটা থেকে গন্ডাছড়া- রইস্যাবাড়ি রাস্তার মগ পাড়া চৌমুহনী, সরমা পঞ্চায়েত চৌমুহনী এবং জেলখানা চৌমুহনী এলাকায় মগ পাড়া, মল্লিক পাড়া এবং নিখিল সরকার পাড়ার শত শত মানুষ সড়ক অবরোধে বসে। সকাল ৭টা থেকে অবরোধকারীরা রাস্তা অবরোধ করে বসে থাকলেও দুপুর বারোটা পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের দেখা মেলেনি। তারপর বাধ্য হয়ে অবরোধকারীরা একে একে গন্ডাছড়া মহকুমা শাসকের কার্যালয়, পূর্ত দফতরের অফিস এবং ডুম্বুরনগর ব্লকে তালা ঝুলিয়ে দেয়। সড়ক অবরোধকারীরা জানান মগ পাড়া হইতে নতুন দলপতি রাস্তা, সরমা পঞ্চায়েত থেকে সরমা লজের রাস্তা এবং নিখিল সরকার পাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। বেহাল রাস্তা গুলি সংস্কারের দাবিতে গত মাসের ২২ তারিখ গন্ডাছড়া- রইস্যাবাড়ি রাস্তার সরমা বাজারে সড়ক অবরোধে বসে এলাকার সাধারণ মানুষ। তখন রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পূর্ত দফতরের আধিকারিক থেকে শুরু করে মহকুমা প্রশাসনের কর্মকর্তারা। সেখানে আধিকারিকরা অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনার পর লিখিত আশ্বাস দেন আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করে দেওয়া হবে।

 প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে এই আশ্বাস পেয়ে তখন অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয়। তারপর তিন সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরও রাস্তা সংস্কারের জন্য প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করে নি। তাই বাধ্য হয়ে এই দিন এলাকার মানুষ দ্বিতীয় বারের মত রাস্তা অবরোধের পাশাপাশি একাধিক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দিনভর আন্দোলনের পর মহকুমা শাসক শেষ পর্যন্ত আন্দোলনকারিদের সাথে আলোচনায় বসেন। এবং আন্দোলন কারিদের আশ্বাস দেন সুক্রবারের মধ্যে রাস্তা গুলি সংস্কারের কাজ শুরু করা হবে। এই আশ্বাস পেয়ে এইদিন সন্ধ্যায় আন্দোলন কারিরা তিনটি সরকারি অফিস তালা মুক্ত করে। এখন দেখার মহকুমা শাসকের আশ্বাস মোতাবেক শুক্রবার থেকে রাস্তা গুলি সংস্কারের কাজ শুরু হয় কিনা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য