স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল মাঝবয়সী এক মহিলার। মৃত মহিলার নাম শ্যামলী গোয়ালা। বয়স আনুমানিক ৩৬ বছর। জানা গেছে উত্তর জেলার ধর্মনগর থানাধীন পূর্ব চন্দ্রপুর এলাকায় এক বাড়িতে স্বামী- সন্তান সহ ভাড়া থাকতেন এই মহিলা।সোমবার সকাল দশটা নাগাদ ঘরের বাসন ধোয়ার জন্য পুকুরে যান শ্যামলী গোয়ালা।কিন্তু দীর্ঘ সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের তরফে শুরু হয় খোঁজাখুঁজি ।
পরে বাড়ির এক পুকুরের জল থেকে পরিবারের লোকজন মহিলাকে দেখতে পান।খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ হাসপাতালে ছুটে গিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। অপরদিকে মৃত মহিলার স্বামী সহ স্থানীয়রা জানিয়েছেন,মৃত মহিলার মৃগী রোগ ছিল।এর আগেও একাধিকবার পুকুরের জলে পড়ে যান।ঘটনায় পূর্ব চন্দ্রপুর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।