স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : সোমবার আগরতলা শহরে বাম ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ যৌথভাবে এক মিছিল সংঘটিত করে। আজাদি রেলি নাম দিয়ে সুরক্ষিত শিক্ষা, সুরক্ষিত গণতন্ত্র এবং সুরক্ষিত ভারতের জন্য স্লোগান তুলে তারা। মিছিলটি ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
মিছিলে উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি বলেন, মঙ্গলবার ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস। কিন্তু বর্তমানে শাসক দল মানুষকে জাতপাত ও ধর্মের নামে বিভাজন করার চেষ্টা চলছে। এদেশের মানুষ ক্ষুদিরাম বসু ও ভগৎ সিং -এর স্বপ্নের ভারত গড়ার জন্য স্বপ্ন দেখে। এবং এ দেশের ঐক্য সংস্কৃতি পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি। এর বিরুদ্ধে আওয়াজ তুলে আজকের এই মিছিল বলে জানান সন্দীপন দেব। তিনি বলেন আজকে দিনে দাঁড়িয়ে দাবি তোলা হচ্ছে ঐক্যের ভারত এবং ধর্মনিরপেক্ষতার ভারত। পাশাপাশি দাবি করা হচ্ছে সকলের জন্য কাজ ও শিক্ষা সহ মৌলিক ব্যবস্থা করা হোক। কারণ স্বাধীনতার এত বছর পরেও এইগুলি দেশবাসী পায় নি। তিনি আরো বলেন ভারতবর্ষের স্বাধীনতা বহু রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা বহু আত্মত্যাগের মধ্য দিয়ে হয়েছে। এবং এই স্বাধীনতার জন্য বহু লড়াই করতে হয়েছে। এ স্বাধীনতার যাদের কোন অবদান ছিল না তারা আজ রাষ্ট্রশক্তিতে আসীন হয়ে এদেশের মানুষের উপর বুল ডজার চালাচ্ছে। যারা এই মহান ভারতবর্ষকে স্বাধীনতার আলো দেখাবার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন তাদের ছবি, তাদের কথা এবং তাদের সংগ্রামকে স্মরণ করে এই মিছিলের আয়োজন বলে জানান সন্দীপন দেব।