স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : শিশুদের সুরক্ষা এবং অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সফরে এসেছেন শিশু সুরক্ষা ও অধিকার সম্পর্কিত জাতীয় কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুনগো। সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন।
শিশুদের সুরক্ষা এবং অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভাবনা চিন্তা সম্পর্কে ও অবগত পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশক্রমেই ৫০০ টি ব্লক রয়েছে যেই সমস্ত ব্লকগুলোতে শিশুরা নানা ধরনের সমস্যায় জর্জরিত। এই সমস্ত ব্লক গুলোকে আকাঙ্ক্ষী ব্লক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এন সি পি সি আর -এর আয়োজন করছে। ত্রিপুরার দুটি পিছিয়ে পড়া ব্লককে চিহ্নিত করা হয়েছে। এর জন্য ধর্মনগরে একটি বেঞ্চের আয়োজন করা হয়েছে। সেখানে পাঁচ শতাধিক এর অধিক অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ব্রু রিয়াং শরণার্থীদের সমীক্ষা করে দেখা গেছে সেখানে শিশুরা সব ধরনের সুযোগ-সুবিধা পেয়ে এগিয়ে যেতে শুরু করেছে। টি টি এ এ ডি সি নিয়ে সোমবার এক কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দশটি ব্লকে এখনো বেঞ্চ গঠন হয়নি , সেগুলিতে টিটিএডিসি সহযোগিতা করবে। এর মধ্যে যেসব শিশু অভাব অনটনের ভুগছে তাদের চিহ্নিত করে সরকারি প্রকল্পের আওতায় আনা হবে বলে জানান তারা।