স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে বাধ্য হয়ে পথে নামলো তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের সাহা বেকারি সংলগ্ন এলাকাবাসী। ঘটনা সোমবার বিকেলে তেলিয়ামুড়া-অমরপুর সড়কে।
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া পুর এলাকার ১৫ নং ওয়ার্ডের সাহা বেকারি সংলগ্ন এলাকায় রবিবার রাতে বৈদ্যুতিক খুঁটিতে শর্ট-সার্কেট থেকে অগ্নিকাণ্ড হয়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা।
কিন্তু ঘটনার প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে চললেও মাথা ভারী তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীরা নাম কি ওয়াস্তে সারাই করে অফিস মুখী হলেও পুরবাসীর বিদ্যুৎ পরিষেবা সমস্যা সমাধান হয় নি। ফলে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার বিমলেন্দু বিকাশ দাসের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে বিদ্যুৎ নিগমের কর্মীদের কাজের প্রতি আঙ্গুল তুলে পথ অবরোধে শামিল হয় এলাকাবাসী। দীর্ঘক্ষণ ধরে তাদের পথ অবরোধ চললেও বিদ্যুৎ নিগমের আধিকারিক থেকে শুরু করে কর্মী বাবুদের অবরোধস্থলে দেখা যায়নি। ফলে একপ্রকার নিরাশা নিয়েই নিজেরাই পথ অবরোধ থেকে উঠে আসে।