Wednesday, October 30, 2024
বাড়িরাজ্যরাস্তার শৌচাগারে প্রসব হলো গর্ভবতী মহিলার

রাস্তার শৌচাগারে প্রসব হলো গর্ভবতী মহিলার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : হাসপাতালে আসার পথে প্রসব বেদনায় কাতর মহিলার সন্তান প্রসব হলো রাস্তার পাশে সরকারি শৌচাগারে। পরে ১০২ এম্বুলেন্স ফোন করলেও আসছি আসবো বলে আরো আধ ঘন্টা কাটিয়ে দেয় বলে অভিযোগ।

 অ্যাম্বুলেন্সের সমস্যায় অসহায় সন্তান প্রসব মহিলার অবস্থা আরো করুন হয়ে উঠে। পরে সাংবাদিকের ফোনে ১০২ অ্যাম্বুল্যান্স এবং দমকল কর্মীরা। ঘটনা সোমবার বেলা দেড়টা নাগাদ তেলিয়ামুড়া অম্পী চৌহমুনি এলাকায়। জনজাতি মহিলার পরিবারের পক্ষ থেকে জানা যায়, তেলিয়ামুড়ার দুস্কি এলাকার বাসিন্দা কার্তিক দেববর্মার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে বাড়ি থেকে তার পরিবারের লোকজন তাকে নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের উদ্যেশ্যে রওয়ানা হয়। হাসপাতাল পৌঁছার আধ কিলোমিটার আগে শারীরিক সমস্যার হলে প্রাকৃতিক কাজ করার জন্য অম্পি চৌহমুনি এলাকায় সরকারি শৌচাগারে যায়।

আর সেই সময় মহিলার সন্তান প্রসব করে। পরে তার পরিবারের লোকজন হাসপাতালে যোগাযোগ করেও অ্যাম্বুল্যান্সকে নিয়ে আসতে পারে নি।পরে এক সাংবাদিকের তৎপরতায় অ্যাম্বুল্যান্স এসে প্রসব মহিলাকে আধ ঘণ্টা পর হাসপাতালে নিয়ে গেলে ততক্ষনে সদ্য ভূমিষ্ঠ হওয়া পুত্র সন্তানটির অবস্থা অবনতির দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। অভিযোগ সময়মত অ্যাম্বুল্যান্স আসলে উপযুক্ত চিকিৎসা হতো। মা এবং শিশু উভয়েই সময়মত চিকিৎসা পেলে জিবিতে না গিয়ে এই হাসপাতালেই সুস্থ থাকতে পারতো। এক্ষেত্রে অভিযোগের তীর হাসপাতাল কর্তৃপক্ষের বিরূদ্ধে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য