স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সোমবার ওয়ার্ড অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র।
উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব জানান দেশের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিজানের ডাক দিয়েছিলেন। সাফাই কর্মীদের প্রচেষ্টার ফলে স্বচ্ছ ভারত অভিযান সফল হওয়ার পথে। তাই এইদিন আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের পক্ষ থেকে সাফাই কর্মীদের হাতে উপহার স্বরূপ বস্ত্র তুলে দেওয়া হয়েছে।