স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : খুনের অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন উত্তর জেলার সেশন জজ অংশুমান দেববর্মা। সাজা প্রাপ্ত আসামির নাম সঞ্জয় মুন্ডা। এইদিন তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো পাঁচ মাসের জেলের নির্দেশ দেন বিচারক অংশুমান দেববর্মা। ঘটনার বিবরণে জানা যায় ২০১৯ সালের ১১ মার্চ হাফলং-এর মুন্ডাটিলাতে সোনিকা লোহারের দোকানের সামনে এলাকাবাসীরা দেখতে পায় সঞ্জয় মুন্ডা এবং লক্ষ্মী মুন্ডা ঝগড়া করছে।
স্থানীয়রা তাদের বিবাদ রুখে। পরবর্তী সময় তারা স্থানিয়দের স্বামী-স্ত্রি হিসাবে পরিচয় দেয়। সেই দিন রাতে তাদের মধ্যে পুনরায় বিবাদ হয়। এলাকাবাসীরা এগিয়ে গিয়ে তাদের বিবাদ রুখে দিয়ে যায়। ২০১৯ সালের ১২ মার্চ সকালে এলাকাবাসীরা রক্তাক্ত অবস্থায় লক্ষ্মী মুন্ডার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিসকে খবর দেয়। ধর্মনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এবং একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। পরবর্তী সময় এলাকাবাসীদের সহায়তায় জঙ্গল থেকে একটি ধারালো দা সহ সঞ্জয় মুণ্ডাকে আটক করা হয়। তারপর আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। সরকারি আইনজীবী পার্থ পাল জানান আদালতে শুনানি চলাকালীন সময় ২৮ জনের সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহন করা হয়। শুনানি শেষে বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।