স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রদেশ বিজেপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ও বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মজুমদার।
সাংবাদিক সম্মেলনে তাপস মজুমদার জানান বিজেপির জাতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে প্রদেশ বিজেপির ১০ টি সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে ১২, ১৩ ও ১৪ আগস্ট একাধিক কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মধ্যে রয়েছে হল সভা, প্রদর্শনী, এবং মৌন মিছিল। বিজেপির সাংগঠনিক ১০ টি জেলায় মৌন মিছিল করা হবে। দেস স্বাধীন হওয়ার আগে ও পরে যে বিভীষিকা ময় পরিস্থিতি ছিল, সেই বিষয়ে বর্তমান প্রজন্ম অবগত নয়। বর্তমানে প্রজন্মের সামনে বিষয় গুলি তুলে ধরার জন্য এই কর্মসূচি গুলি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান আগরতলায় মুল অনুষ্ঠানটি হবে রবিন্দ্র ভবনে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ১৪ আগস্ট বিকাল সারে ৩ টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।