স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি : পরীক্ষা স্থগিত রাখার দাবিতে বিক্ষোভে শামিল হয় সাধারণ ডিগ্রী কলেজের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সাধারণ ডিগ্রী কলেজে পঞ্চম সেমিস্টারের পরীক্ষার রুটিন ঘোষণা হয়েছে।
আর পরীক্ষা ৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা দিতে নারাজ হাতেগোনা কয়েকজন ছাত্র ছাত্রী। অবশেষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল থেকে ধর্নায় শামিল হয় আগরতলা শহরের সাধারণ ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবি বিগত বছর পঞ্চম সেমিস্টার পরীক্ষার জন্য দীর্ঘ আট মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু এই বছর ছাত্র-ছাত্রীদের মাত্র চার মাস সময় দিয়ে পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে।
কিন্তু এই কম সময়ের মধ্যে তাদের সিলেবাস শেষ হয়নি। তাই তারা পরীক্ষা দিতে প্রস্তুত নয়। তাদেরও বিগত বছরের মতো আট মাস সময় দিতে হবে। আজ যদি এই নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হয় তাহলে তাদের সিলেবাস কবে দিতে হবে বলে দাবি তোলেন ছাত্রছাত্রীরা। কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম সাড়া না পেয়ে শেষ পর্যন্ত আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলি থানার পুলিশ। পুলিশ এসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে ছাত্র-ছাত্রীদের অবরোধ তুলতে সক্ষম হয়। ছাত্র-ছাত্রীরা জানায় যদি ইতিমধ্যে পরীক্ষা স্থগিত না করা হয় তাহলে তারা পুনরায় পথ অবরোধ করবে।