স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : চলতি শিক্ষাবর্ষ থেকে আইজিএম হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় আগরতলা সরকারি ডেন্টাল কলেজের। বৃহস্পতিবার আচমকা আগরতলা সরকারি ডেন্টাল কলেজ পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন ডেন্টাল কলেজ পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন কলেজে কর্মরত অধ্যাপক থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সাথে।
কলেজের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। ডেন্টাল কলেজের আত্যাধুনিক সার্বিক ব্যবস্থাপনা সরজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। পরে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন আগরতলা সরকারি ডেন্টাল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের প্রথম থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ইতিমধ্যে ২২ থেকে ২৩ জন ছাত্র-ছাত্রী ডেন্টাল কলেজে ভর্তি হয়ে গেছে। যারা ভর্তি হয়েছে বেশিরভাগই ত্রিপুরার ছাত্র-ছাত্রী। স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করার বিষয়ে চিঠি দিয়ে কেন্দ্রিয় সরকার থেকে অনুমতি নেওয়ার জন্য। খুব কম সময়ের মধ্যে কলেজটি শুরু করা হয়েছে। সকলে অক্লান্ত পরিশ্রম করেছে। তারজন্য সকলকে তিনি ধন্যবাদ জানান। অন্যান্য কলেজের তুলনায় আগরতলা সরকারি ডেন্টাল কলেজ অনেক বেশি সুন্দর হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনের জন্য নিরলস ভাবে প্রয়াস চালিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।