স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গার কথা বলেছেন। এরই অঙ্গ হিসেবে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত প্রধান ডাকঘরে হর ঘর তিরঙ্গার একটি কাউন্টার খোলা হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি ঘরে ঘরে পতাকা তোলার জন্য মানুষের কাছে আহ্বান জানানো হচ্ছে। মানুষ যাতে পতাকা ক্রয় করতে সুবিধা হয় তার জন্য আগরতলা পোস্ট অফিসে একটি পতাকা বিক্রির কাউন্টার খোলা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৫ লক্ষের অধিক পতাকা উত্তোলন করার।