Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যরাজ্য পুলিশের তিন আধিকারিকের রদবদল

রাজ্য পুলিশের তিন আধিকারিকের রদবদল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : গত কয়েকদিন ধরেই পুলিশের আধিকারিক থেকে শুরু করে থানাস্তর পর্যন্ত চলছে ধারাবাহিক রদবদল। রবিবার আরো তিন পুলিশ আধিকারিকের রদবদল হয়। ত্রিপুরা সরকারের অবর সচিব জে দত্ত এক নির্দেশিকা মাধ্যমে টিপিএস গ্রেট ওয়ান এবং গ্রেট টু পদের তিন পুলিশ আধিকারিকের রদবদলের বিষয়ে জানিয়েছেন।

 সিপাহীজলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারকে টি পি সি বি -তে বদলি করা হয়েছে। টি পি সি বি -র অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পালকে বদলি করা হয়েছে সিপাহীজলাতে। ডি ওয়াই এস পি সুব্রত বর্মনকে সিপাহীজলা থেকে বদলি করা হয়েছে পুলিশের সদর কার্যালয়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য