স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : শনিবার একটি সামাজিক সংস্থার পক্ষ থেকে রাজধানীর বড়দোয়ালি পেট্রোল পাম্প সংলগ্ন উড়াল পুলের নিচে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রদীপ প্রজনন করে সামাজিক সংস্থার দুই বছর পূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে বৃক্ষরোপণে অংশ নেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের করপোরেটর শম্পা সরকার চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।
মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে চলছে বৃক্ষরোপণ। কারণ গাছ না থাকলে পরিবেশে ভারসাম্য বজায় থাকবে না। আজকের দিনে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান মেয়র। তিনি আরো বলেন বাড়িঘর নির্মাণ এবং রাস্তাঘাটের নির্মাণের প্রয়োজনে যদি গাছ কাটা হয় তাহলে সমপরিমাণে গাছ লাগানো সকলের দায়িত্ব। শুধু গাছ লাগালেই চলবে না তার যত্ন নিতে হবে। তাহলে আগরতলা শহরের নির্মল পরিবেশ বজায় থাকবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার।