Thursday, January 23, 2025
বাড়িরাজ্য৮ জেলায় ৫০ শয্যা বিশিষ্ট ৮ টি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে...

৮ জেলায় ৫০ শয্যা বিশিষ্ট ৮ টি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট :  নেশায় আসক্তদের চিকিৎসার জন্য ৮ জেলায় ৫০ শয্যা বিশিষ্ট ৮ টি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে। ২০২৪-২৪ অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য দপ্তরের জন্য ১ হাজার ৭৫৬ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। রাজধানীর আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের এনআইটি বিল্ডিং-এ মঙ্গলবার আগরতলা সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এইবারের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান রাখা হয়েছে। কারন পরিকাঠামো না থাকলে বিনিয়োগকারীরা আসতে চাইবে না। ২০২৩-২৪ অর্থ বছরে নতুন করে প্রায় ১০০ টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। তার জন্য ৩০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। নেশায় আসক্তদের চিকিৎসার জন্য ৮ জেলায় ৮ টি ৫০ শয্যা বিশিষ্ট নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ছোটখাটো অস্ত্র পচারের জন্য মানুষ নার্সিং হোমে চলে যায়। সমস্যা হলে তারপর ছুটে যায় সরকারি হাসপাতালে। এই বিষয়ে মানুষকে বুঝাতে হবে, মানুষকে সচেতন করতে হবে। বহিঃরাজ্য রোগী রেফারের হার আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। ডাক্তারদের সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে। সরকার তার সিমিত ক্ষমতার মধ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য