স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : আগরতলা সখীচরন স্কুলের মূল ফটকের সামনে ট্রান্সপোর্টের গাড়ি পার্কিং করে লোডিং আনলোডিং করা হয়। যার ফলে স্কুলের ছাত্রদের যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়। যার কারণে স্কুলের মূল ফটকের সামনেই তারা পথ অবরোধ করে মঙ্গলবার।
শেষ পর্যন্ত ছুটে আসে ট্রাফিক দপ্তরের আধিকারিকেরা। তারা ছাত্র ছাত্রীদের আশ্বস্ত করে বুধবার থেকে স্কুলের সামনে আর কোন পার্কিং করার সুযোগ দেবে না গাড়ি চালকদের। আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা এই দিন অবরোধ প্রত্যাহার করে। এক অভিভাবক জানান গত কয়েক বছর ধরে এ ধরনের বেআইনি পার্কিংয়ের ফলে স্কুলে যাতায়াত করতে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। ট্রাফিক কর্মীরা এদিকে কোন নজর না দিয়ে তারা মহারাজগঞ্জ বাজারে গিয়ে দাঁড়িয়ে থাকেন। বিষয়টি নিয়ে বহুবার স্থানীয় ব্যবসায়ীদের অবগত করা হয়েছে। কিন্তু কোন ভাবে তারা পাত্তা দিচ্ছে না। তাই অবশেষে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা এক ট্রাফিক আধিকারিক জানান, আগামীকাল থেকে এলাকা যানজট মুক্ত রাখার জন্য চেষ্টা করা হবে। তবে কেন এতদিন ধরে ট্রাফিক কর্মীদের এদিকে কোন নজর ছিল না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন যখন ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে তখন টনক নড়েচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের। এদিকে স্কুল পরিচালন কমিটির ভূমিকা নিয়েও অভিভাবক মহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ যারা স্কুল পরিচালন কমিটির দায়িত্বে রয়েছে তারা বিষয়টি আরো আগেই ব্যবসায়ীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার ব্যবস্থা নিতে পারত। কিন্তু এটা করেনি স্কুলের পরিচালন কমিটি। আর এ ধরনের সাধারণ দায়িত্ব যদি না পালন করতে পারে তাহলে স্কুল পরিচালন কমিটি থাকার চেয়ে না থাকা ভালো বলে মনে করছে অভিভাবক মহল।