Friday, September 20, 2024
বাড়িরাজ্যমনিপুর নিয়ে নারী সমিতির বিক্ষোভ

মনিপুর নিয়ে নারী সমিতির বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : অশান্ত মণিপুরে দুই মহিলার সাথে নেক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সারা দেশ। প্রতিবাদে সামিল হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটিও। সোমবার রাজধানীর উত্তর গেট এলাকায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পক্ষ থেকে সমগ্র মাতৃজাতির প্রতি চরম অপমানের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী রমা দাস।

তিনি সমালোচনা করে বলেন গত তিন মাস ধরে মনিপুরে যে নিশংস ও বর্বরতা মূলক কান্ড সৃষ্টি হয়ে আছে তা ভারতবর্ষের সভ্যতার কলঙ্ক। সেখানে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে, এবং পরবর্তী সময় তাদের উপর দলবদ্ধভাবে পাশবিক লালসা মিটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও নানা ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে সংঘটিত হচ্ছে। এবং এই ঘটনায় গোটা দেশের মানুষ বিচলিত এবং প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনা গুলির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি করা হচ্ছে। রামা দাস বলেন বিগত দিনে দেখা গেছে আইনের ফাঁক দিয়ে বহু দোষী মুক্তি পেয়ে যেতে। কিন্তু এই ঘটনাগুলির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে এমন ধারা দিতে হবে যাতে কোনভাবেই দোষীরা রেহাই না পায় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য