Saturday, July 27, 2024
বাড়িরাজ্যআসাম পুলিশের হাতে আটক বাংলাদেশি ও রোহিঙ্গা পাচারের মূল পান্ডা

আসাম পুলিশের হাতে আটক বাংলাদেশি ও রোহিঙ্গা পাচারের মূল পান্ডা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : মানব পাচারের করিডর করে রাজ্যকে হাতের তালুতে রেখেছে পাচারকারীরা। কতিপয় পুলিশকে ম্যানেজ করে আমজনতার জীবন ঝুঁকিতে ফেলছে বলেও মনে করছে সাধারণ মানুষ। এবার শেষ পর্যন্ত পার্শ্ববর্তী রাজ্যের পুলিশ ত্রিপুরা পুলিশের দায়িত্ব কাঁধে নিয়ে আটক করেছে দুজনকে। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে রোহিঙ্গা পাচারের অভিযোগে এক অভিযুক্তকে মোহনপুরের বোয়ালিয়া পাড়া থেকে আটক করেছে আসাম পুলিশ।

তার সাথে আটক করা হয় এক বাংলাদেশি নাগরিককে। শনিবার ভোরে আসাম পুলিশ তাদের আটক করে রাজ্য পুলিশের হাতে তুলে দেয়। ধৃত অভিযুক্তর নাম কাজল সরকার এবং ধৃত বাংলাদেশি নাগরিকের নাম বিষ্ণু চন্দ্র মন্ডল। আসাম পুলিশ একটি মামলার তদন্তে নেমে জানতে পারে রোহিঙ্গা পাচারের সাথে যুক্ত কাজল সরকার মোহনপুরের বোয়ালিয়া পাড়ায় অবস্থান করছে। সেই মোতাবেক আসাম পুলিশের একটি দল রাজ্যে ছুটে আসে। আসাম পুলিশ সিধাই ও লেফুঙ্গা থানার পুলিশের সহযোগিতা নিয়ে শনিবার ভোরে কাজল সরকারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আসাম রাজ্যের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন শেটিয়া জানান ধৃত কাজল সরকারের ঘর থেকে নয়টি আধার কার্ড, দুইটি প্যান কার্ড সহ বেশকিছু বাংলাদেশি নথিপত্র উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করে বের হয়ে আসতে পারে বহু রহস্য।‘’

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য