Sunday, September 8, 2024
বাড়িরাজ্যনয়া জাতীয় শিক্ষা নীতির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

নয়া জাতীয় শিক্ষা নীতির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়ন না হলেও শনিবার ব্যাপক জাঁকজমক ভাবে জাতীয় শিক্ষানীতি তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। মহরম উপলক্ষে স্কুল বন্ধ থাকার কথা থাকলেও রাজ্য শিক্ষা দপ্তর থেকে সেই বন্ধ তুলে দিয়ে জাতীয় শিক্ষা নীতির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান ঘটা করে আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়েছে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের।

উল্লেখ্য, শনিবার জাতীয় শিক্ষা নীতির তৃতীয় বর্ষ পূর্তি উদযাপন করা হয় নয়া দিল্লিতে। সেখানে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী। এইদিন রাজধানীর উমাকান্ত স্কুলেও জাতীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষপূর্তি পালন করা হয়। সেখানে দিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের পড়ুয়ারা দিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠান প্রত্যক্ষ করে। উমাকান্ত স্কুলের সহকারী অধ্যক্ষ অমল চন্দ্র রায় জানান এইদিন জাতীয় শিক্ষা নীতির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। দিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠানটি এইদিন বিদ্যালয়ে সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য