স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : সীমান্ত এলাকায় সংগঠিত অপরাধমূলক ঘটনা মূল্যায়ন এবং আইনি সমাধানের বিষয়ে শনিবার এক কর্মশালার আয়োজন করা হয়। নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অডিটরিয়ামে হয় এই কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আয়োজিত কর্মশালার প্রশংসা করে বলেন এটি একটি খুব ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং কে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার তিনদিকে বাংলাদেশ।
বিভিন্ন কারণবশত সীমান্ত ব্যবহার করা যায়। তবে এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ড্রাগস মুক্ত ভারত বর্ষ করা। কারণ ড্রাগস যুবকদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। এই ড্রাগসের ফলে এইচ আই ভি পজিটিভ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সমাজ ও দেশের পক্ষে হুমকি এই মাদক। তিনি বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের আয়ের উৎস এই মাদক। এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে সরকার। চলতি বছরের জুন মাস পর্যন্ত কি পরিমাণ মাদক আটক, গ্রেপ্তার ও মামলা নথিভুক্ত হয়েছে রাজ্যে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরো বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার। ২০২২-২৩ অর্থবছরে এনডিপিএস ধারায় ১৫০৯ টি মামলা হয়। গ্রেফতার হয়েছে ২,১৩১ জন। ৩৩১ টি এনডিপিএস ধারা মামলার তদন্ত চলছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার দিকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে সরকার বলে জানান মুখ্যমন্ত্রী। এই কর্মশালায় এছাড়াও উপস্থিত থাকবেন পাটনা উচ্চ আদালতের বিচারপতি চক্রধারী শরন সিং, গোহাটি হাইকোর্টের বিচারপতি মনিশ চৌধুরী , ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি ডক্টর শিব নন্দ পাঠক সহ অন্যান্যরা। কর্মশালায় অংশ নেবেন রাজ্যের জুডিশিয়াল অফিসার, চিফ ডিফেন্স কাউন্সেলর, পুলিশ এবং বি এস এফের আধিকারিকরা।