স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : দেশের কৃষকদের স্বার্থে বৃহস্পতিবার রাজস্থানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কৃষক সম্মান সমৃদ্ধি প্রকল্পের ঘোষনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা কৃষি মন্ত্রী রতন লাল নাথ আগরতলার ভুতুরিয়াস্থিত বিদ্যুৎ নিগম অফিসে বসে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখেন।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখার পর মন্ত্রী রতন লাল নাথ জানান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন গ্রাম গরীব ও কৃষকদের। প্রধানমন্ত্রীর মতে দেশ উন্নত হতে হলে গরীব ও কৃষকদের সামগ্রিক উন্নয়ন করতে হবে। সেই জন্য ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প চালু করা হয়।
এই প্রকল্পে প্রতিবছর প্রতি জন কৃষককে তিন কিস্তিতে ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। এই প্রকল্পে রাজ্যের কৃষকরা এখনো পর্যন্ত কত টাকা পেয়েছে তা তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ। এদিকে এই প্রকল্পে কৃষকদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে তা যেন রাজ্যের কৃষকরা জানতে পারে তার জন্য প্রদেশ কিষান মোর্চার উদ্যোগে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ কিষান মোর্চার সভাপতি জওহর সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। এক সাক্ষাৎকারে প্রদেশ কিষান মোর্চার সভাপতি জওহর সাহা জানান রাজস্থান থেকে প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রী কৃষক সম্মান সমৃদ্ধি প্রকল্পের ঘোষণা দিয়েছেন। তার জন্য প্রদেশ কিষান মোর্চার পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জওহর সাহা।