স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : লাইট সাউন্ড অপারেটর এন্ড হেল্পার ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে মঙ্গলবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন যুব মোর্চার সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা।
অসীম ভট্টাচার্য জানান রক্তদানের বিকল্প নেই। তাই আজকে রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করায় শুভেচ্ছা জানান তিনি উদ্যোক্তাদের। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পরবর্তী সময় উপস্থিত অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করে শুভেচ্ছা জানান রক্তদাতাদের।