Saturday, September 30, 2023
বাড়িরাজ্যযোগদান প্রদেশ বিজেপি'র, দায়িত্ব থেকে অব্যাহতি চাইছে কিশোর

যোগদান প্রদেশ বিজেপি’র, দায়িত্ব থেকে অব্যাহতি চাইছে কিশোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : লোকসভা নির্বাচনের আগে আবারো বিরোধী শিবিরে ভাঙ্গন ধরাতে সফল হয়েছে পদ্ম শিবির। সোমবার প্রদেশ বিজেপির কার্যালয়ে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্র, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র এবং আমবাসা বিধানসভার কেন্দ্র থেকে যোগদান করেছে। সর্বমোট ১৭ জন কর্মী সমর্থক বিজেপি দলে যোগদান করেছে।

 প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। এদিকে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে চিঠি দিলেন কিশোর বর্মন। তবে তিনি কেন আচমকা অব্যাহতি চাইছেন সেটাই এখন রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি করেছে। কারন সামনে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে এ ধরনের সিদ্ধান্ত দলের জন্য স্নায়ুর চাপ বাড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য