Monday, October 2, 2023
বাড়িরাজ্যপোস্ট অফিসের মাধ্যমে প্রচারের সময় আটক গাঁজা

পোস্ট অফিসের মাধ্যমে প্রচারের সময় আটক গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : পোস্ট অফিসের মাধ্যমে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ হল পাচারকারীদের। এম বি বি বিমানবন্দরে চেকিংয়ে ৪১ কেজি গাঁজাগুলি আটক হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এয়ারপোর্ট থানার পুলিশ।

এদিন প্রায় ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। তবে গত দুই দিনে বিমানবন্দরে দুবার গাঁজা আটক করতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা। কিন্তু এতে প্রমাণ করে দিয়েছে শুধু রাজ্যের রেল এবং সড়ক পথটি বেছে নিচ্ছে না গাঁজা পাচারকারীরা। এবার বিমান পথেও তারা সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ যদি মূল চক্রকে জালে তুলতে না পারে তাহলে গাঁজা পাচারে সক্রিয় গ্যাং দিন দিন প্রভাব বিস্তার করবে বলে আশঙ্কা অভিজ্ঞ মহলের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য