স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : মন্ডলের খাই না মেটানোর কারণে চড়িলাম বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া এলাকায় মুখ থুবড়ে পড়ল জল জীবন মিশন প্রকল্পের কাজ। অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্য দুলাল মিঞা এবং বুথ সভাপতি আবু মিঞার বিরুদ্ধে। এলাকায় উন্নয়নমূলক কাজ মুখ থুবড়ে পড়ায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। ফলে বর্তমান সরকারের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
মাঝ রাস্তায় আটকে গেল প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের কাজ। মন্ডল নেতাদের টাকা না দিলে হবে না জল জীবন মিশনের কাজ সেটা স্পষ্ট জানিয়ে দিলেন দলের দুই নেতা। জানা যায়, ঠিকেদার আশিস দেবনাথ এবং নির্মাণ শ্রমিক সোহেল রানা কাজের জন্য জলের পাইপ বসাতে গেলে দুলাল মিয়া এবং আবু মিয়া এক লক্ষাধিক টাকা চায়। টাকা না দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে পাম্প হাউজের দালানবাড়ির নির্মানের কাজ। শেষ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে মণ্ডল পর্যন্ত। এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার। ২০১৮ সালের পর থেকে এলাকায় এ ধরনের দুর্নীতি ও দালালি কারণে প্রাক্তন বিধায়ক ২০২৩ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা ছিল।
আর এটা ধীরে ধীরে সামনে উঠে আসছে। কতিপয় মন্ডল ও বুথের নেতারা এবং পঞ্চায়েত সদস্যরা দুর্নীতিতে নিজেরা হাবুডুবু খাচ্ছে। দলের শীর্ষ নেতৃবৃন্দ যদি তাদের চিহ্নিত না করে তাহলে আগামী দিনে এলাকায় শাসক দল নিশ্চিহ্ন করে ফেলতে পারে দুর্নীতির সাথে জড়িত রাঘব বোয়ালরা। তখন আর কিছুই হাতের নাগালে থাকবে না শীর্ষ নেতৃত্বের।