Sunday, May 25, 2025
বাড়িরাজ্যনিম্নমানের কাজের জন্য জাতীয় সড়কে বাড়ছে ঝুঁকি

নিম্নমানের কাজের জন্য জাতীয় সড়কে বাড়ছে ঝুঁকি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : জাতীয় সড়কে এন এইচ ডিভিশনের উদাসীনতায় যে কোন সময় ঘটে যেতে পারে যেকোন বড়সড় দুর্ঘটনা। অভিযোগ রাস্তা নির্মাণে চলছে নিম্নমানের কাজ। মানুষের দাবি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর গুরুত্ব দিয়ে সঠিকভাবে যাতে কাজ করার নির্দেশ দেয়। জানা যায়, আসাম – আগরতলা জাতীয় সড়কের প্রশস্ত করতে কাজে হাত দেয় ঠিকাদারী সংস্থা এন এস সি।

তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের আঠারোমুড়া পাহাড়ের পাদদেশ আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়ক প্রশস্ত করার নামে জাতীয় সড়কের পাশে বসবাসরত মানুষের জায়গা রাস্তা গর্ভে চলে যায়। এতে জনজাতি অংশের মানুষজনেরা ক্ষতির সম্মুখীন হতে হয়। যদিও কিছু সংখ্যক ক্ষতিগ্রস্তদের অর্থ দেওয়া হলেও বহু মানুষ ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। আরো অভিযোগ রাস্তার কাজ চলছে অতি নিম্নমানের। আর এই নিম্নমানের কাজের ফলে রাস্তার মেটেলিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে জাতীয় সড়কের যেকোনো সময় বড় ধরনের পথ দুর্ঘটনার ঘটতে পারে বলে আশঙ্কা।

তবে সূত্রে খবর আঠারোমুড়া পাহাড়ের ৪২ মাইল থেকে ৪৫ মাইল পর্যন্ত রাস্তার দুপাশে বসবাসরত ক্ষতিগ্রস্তরা রাস্তার মেটেলিং গুলি তুলে নিচ্ছে। এতে আবার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে রাস্তায় চলাচল যানবাহনের। অন্যদিকে নিম্ন মানের কাজের জন্য রাস্তা দুপাশে দেওয়া প্ল্যালাসেটিং গুলি ভগ্ন দশায় পরিণত হয়েছে। যে কোন সময় পাহাড়ের মাটি ধসে পড়ে জাতীয় সড়কের বিপত্তি ঘটে যেতে পারে। সংশ্লিষ্ট দপ্তর সংস্থার কাজকর্ম সঠিকভাবে দেখভাল করছে না। দপ্তরের উদাসীনতার কারণে জাতীয় সড়কের বিপত্তি দেখা দিতে পারে বলে আশঙ্কা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!