স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : বিশালগড়ের চাঞ্চল্যকর অপহরণকান্ডে গ্রেফতার চার অভিযুক্ত। ধৃতরা রণবীর দেবনাথ, দেবকমল ভট্টাচার্য, সুরজ নমঃ ও প্রসেনজিৎ নমঃ। শুক্রবার সকাল থেকে সিপাহিজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী ও এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে অভিযুক্তদের টানা জেরা করা হয়। রণবীর নামের যুবককে পুলিশ আগেও গ্রেফতার করেছিল। তার নেতৃত্বে এলাকায় বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে বলে অভিযোগ।
পুলিশ অভিযুক্তদের ভারতীয় দন্ডবিধির ৩৬৫/৩২৫/৩৪ ধারায় গ্রেফতার করেছে। এস ডি পি ও জানান গত ১৯ জুলাই পুলিশের কাছে অভিযোগ এসেছিল বিশালগড় ব্লক সংলগ্ন বাইপাস এলাকা দিয়ে যাওয়ার সময় দুই নম্বর গৌতমনগর এলাকার যুবক মনোজিত দেবকে তিনটি মোটর বাইকে করে এসে দুষ্কৃতকারীরা মারধর করে যুবককে বাইকে তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন দ্রুত ছুটে গিয়ে বিশালগড় থানায় মামলা দায়ের করেন। তারপর পুলিশ তদন্তে নেমে মনোজিত -কে উদ্ধার করে চার অভিযুক্তকে আটক করেছে। তাদের কোর্টে তোলা হবে। পুলিশ রিমান্ডে এনে তাদের জোর জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদেরও জালে তুলতে পুলিশ ময়দানে নামবে বলে জানান তিনি।