স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : বর্ষার মরশুমে বেহাল নিষ্কাশনী ব্যবস্থা আগরতলা শহরের লাল বাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায়। স্বল্প বৃষ্টি হলে এলাকায় ড্রেন ভর্তি হয়ে উঠছে জল। তাই আগরতলা পুর নিগমের ২২ নং ওয়ার্ডের লাল বাহাদুর ক্লাব সংলগ্ন এলাকা পরিদর্শনে যান নিগমের মেয়র দীপক মজুমদার।
শুক্রবার এলাকার বেহাল নিষ্কাশনী ব্যবস্থা ঘুরে দেখন মেয়র সহ অন্যান্যরা। পরে তিনি জানান ২২ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা গুলি প্রত্যক্ষ করেছেন। এই সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি লাল বাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় একটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে বলে জানান। এদিন পরিদর্শনে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, পুর নিগমের কাউন্সিলার রত্না দত্ত সহ এলাকার বিশিষ্টজনেরা।