স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : ২০২৩-২৪ অর্থ বছরে শিক্ষা ক্ষেত্রের জন্য যথেষ্ট পরিমাণ অর্থের বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি ব্লক এলাকায় মডেল স্কুল তৈরি করা হবে। শিক্ষা খাতে কি ভাবে অর্থ ব্যয় করা হবে তার খতিয়ান এইদিনের অনুষ্ঠানে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুক্রবার উমাকান্ত স্কুলে স্মার্ট ক্লাস, নিপুন ত্রিপুরার বুকলেট, বিদ্যাজ্যোতি ক্লাস ও ড্যাশবোর্ডের উদ্বোধন করে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
এইদিন মুখ্যমন্ত্রী গাছের চারায় জল দিয়ে প্রথমে অনুষ্ঠানের সুচনা করেন। পরে রিমোটের বোতাম টিপে স্মার্ট ক্লাসের সুচনা করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজ্ঞানের অগ্রগতি ও সভ্যতার অগ্রগতির সাথে সাথে নতুন নতুন জিনিস সামনে আসছে। এই গুলি আগামী দিনে হয়তো বা অতিত হয়ে যাবে। স্মার্ট ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়ালেখার আগ্রহ বৃদ্ধি করা। তবে শিক্ষকদেরও আপডেট থাকতে হবে। প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে হিরা মডেল দিয়েছেন। ফলে রাজ্যে ইন্টারনেট খরচ কমে গেছে। প্রধানমন্ত্রী চাইছেন গ্রাম থেকে শহর সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দিতে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যেমন কাজ করছে, তেমনি রাজ্য সরকারও কাজ করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধিন প্রায় ১০০ টি বিদ্যালয় রয়েছে। আরও ২৫ টি বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। রাজ্যের পড়ুয়াদের মধ্যে মেধা ও প্রতিভার অভাব নেই। রাজ্যের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে নাম করছে। আনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দ্রান সহ অন্যান্যরা।