Thursday, October 10, 2024
বাড়িখেলাতালা ঝুলছে টি সি এ -র ফটকে, মোতায়েন নিরাপত্তা বাহিনী

তালা ঝুলছে টি সি এ -র ফটকে, মোতায়েন নিরাপত্তা বাহিনী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পরিচালন কমিটি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ অব্যাহত। অভিযোগ- পাল্টা অভিযোগের পালা চলছে। এই বিবাদ শেষ হওয়ার নামই নিচ্ছে না। তবে এই দোলাচলের মধ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কাজকর্ম লাটে উঠেছে। রাজ্যের ক্রিকেটের ভবিষ্যৎ এখন প্রশ্ন চিহ্নের মুখে।

 বিগত দুই দিন যাবত পোষ্ট অফিস চৌমুহনী স্থিত টি সি এ- কার্যালয়ে কোন অজ্ঞাত কারনে তালা বন্ধ করে রাখা হয়। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এদিন কার্যালয়ের মূল ফটকে সম্পাদকের স্বাক্ষর সম্বলিত একটি নির্দেশ সাটিয়ে দেওয়া হয়। তাতে উল্লেখ রয়েছে ২১ জুলাই কার্যালয় বন্ধ থাকবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে এই নির্দেশ জারি করা হয়েছে। এদিকে এদিন টি সি এ- কার্যালয়ে আসেন সভাপতি তপন লোধ। তবে এদিন অফিস কার্যালয়ে সামনে মোতায়েন করা হয় আরক্ষা কর্মী। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা দফায় দফায় কার্যালয়ের সামনে যান।

পশ্চিম থানার ওসি জানান দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অফিস বন্ধ রাখার অর্ডার পুলিশের কাছে নেই। বাকী অভিযোগ গুলি পুলিশ গ্রহণ করেছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারজন্য আগাম নিরাপত্তা ব্যবস্থা হিসাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। অফিস খোলা নিয়ে কোন আইন শৃঙ্খার অবনতি ঘটলে তবেই পুলিশ পদক্ষেপ নেবে বলে স্পষ্ট করে দেন তিনি। অন্যদিকে সভাপতি তপন লোধ জানান তাঁকে নির্বাচন করেছে জেনারেক বডি। তাই অ্যাপেক্স বডি তাঁকে সভাপতির পদ থেকে সরাতে পারে না। আইন বহির্ভূত ভাবে অ্যাপেক্স বডি বৈঠক করেছে বলে জানান তিনি। অফিস করতে তিনি সহ অণ্যান্যরা আসতেই পারেন বলে স্পষ্ট করে দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য