স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : চাকরির নাম করে প্রতারণার অভিযোগ উদয়পুর খিলপাড়া আমতলী এলাকার বাসিন্দা তপন নাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি সরকারি চাকরি দেওয়ার নাম করে শান্তিরবাজার এলাকার পাঁচ জন ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে আসে বলে অভিযোগ। গত সাড়ে তিন বছর আগে এই টাকা নিয়ে আসা হয় তাদের কাছ থেকে, কিন্তু এখনো জোটে চাকরি। জানা যায়, শান্তিরবাজার প্রানীসম্পদ বিকাশ দপ্তরে চাকরি করে তপন নাহা। কিন্তু সাড়ে তিন বছর গড়িয়ে যাওয়ার পরেও শান্তির বাজার এলাকার এই পাঁচজন ব্যক্তিকে সরকারি চাকরি দিতে পারছে না তপন।
পরবর্তী সময় এই বিষয়টি স্থানীয় খিলপাড়া এলাকার শাসকদলের নেতৃত্ব দেরকে জানানো হলে তপন নাহা তাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাঁচটি চেক তুলে দেয় শান্তির বাজার এলাকার বাসিন্দাদের হাতে। কিন্তু অসহায় মানুষগুলি সে চেক নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে তারা জানতে পারে তপন নাহার ব্যাংক একাউন্টে মাত্র ৯৬ টাকা রয়েছে। এতে করে বেকাররা ক্ষুব্ধ হয়ে শান্তিরবাজার এলাকার সাধারণ মানুষ শুক্রবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর খিলপাড়া আমতলী এলাকায় তপন নাহার বাড়িতে হানা দেয় টাকা উদ্ধারের জন্য। টাকা নেওয়ার ঘটনাটি তপন নাহার স্ত্রীকে জানানো হলে তিনি গোটা ঘটনাটি স্বীকার করেন। পরবর্তী সময়ে গোটা ঘটনার বিস্তারিত জানিয়ে রাধাকিশোরপুর থানায় ফোন করা হয়। ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ খিলপাড়া আমতলী এলাকায় ছুটে গিয়ে তপন নাহা আটক করে থানায় নিয়ে আসে। চাকরি দেওয়ার নামে, যে টাকা হাতিয়ে নিয়েছে তা স্বীকার করেছে খোদ পুলিশের সামনেই তপন নাহা। প্রতারণায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।