স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা সামনে উঠে আসতে গোটা দেশ জুড়ে নিন্দা বর্ষণ হচ্ছে। প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। কারণ এই ঘটনা সমগ্র মাতৃজাতির চরম অপমান, সভ্যতার লজ্জা বলে মনে করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটি।
শুক্রবার আগরতলা শহরে মৌন মিছিল করে সংগঠনের সদার বিভাগীয় কমিটি। এদিন কাঠ ফাটা রোদের মধ্যে সংগঠনের নেতা কর্মীরা সিপিএম পশ্চিম জেলা অফিসের সামনে থেকে মিছিল বের করে মুখে কালো কাপড় পরে। প্যারাডাইস চৌমুহনীতে এসে শেষ হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, ছায়া বল, প্রাক্তন রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য, সদর বিভাগীয় সম্পাদিকা মিতালী ভট্টাচার্য সহ অন্যান্যরা। সদর বিভাগীয় সম্পাদিকা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।