Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপ্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে কর্মসূচি

প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস শাখার পক্ষ থেকে শুক্রবার প্লাস্টিক মুক্ত দেশ ও রাজ্য গড়ার উদ্দেশ্যে এক কর্মসূচির আয়োজন করা হয়। কলেজ থেকে বের হয়ে ছাত্রীরা ব্যবসায়ী ও পথচারীদের কাছে লিফলেট বিতরণ করে প্লাস্টিক বর্জন করার জন্য আহ্বান জানান।

পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসী দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন প্লাস্টিক মুক্ত দেশ এবং রাজ্য গড়তে পারলে মানুষের বিভিন্ন রোগ এবং দূষণ নিয়ন্ত্রণ হবে। সকলে যাতে প্লাস্টিক মুক্ত রাজ্য বা দেশ গড়ার দিকে নজর দেয়। এর জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান ছাত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য