স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : ৯ বনমালিপুর মণ্ডলের সহায়তায় বৃহস্পতিবার রাজধানীর এম বি বি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার সুখময় সাহা, এম বি বি কলেজের অধ্যক্ষ নির্মল ভদ্র সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে এম বি বি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা। বৃক্ষরোপণ এখন অপরিহার্য বিষয়। পরিবেশের ভারসাম্যতাকে রক্ষা করার জন্য গাছ অত্যন্ত প্রয়োজনীয়। করোনার সময় অক্সিজেনের ব্যাপক চাহিদা ছিল। হারাতে হয়েছে প্রিয়জনকে। এই অবস্থায় একটা গাছ কতটা গুরুত্বপূর্ণ তা সেই সময় উপলব্ধি করা গেছে। প্রধানমন্ত্রী তাই সামাজিক অনুষ্ঠানে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়েছেন। কেবল রোপণ করলেই চলবে না তাকে সঠিক পরিচর্যা করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য।