স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : হাসপাতালের জরুরী কালীন বিভাগে কর্তব্যরত জি.ডি.এ কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনা বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে কর্তব্যরত অবস্থায় থাকা এক জি.ডি.এ কর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠে হাসপাতালে চিকিৎসা করাতে আসা দুই ব্যক্তির বিরুদ্ধে।
এই বিষয়ে কর্তব্যরত অবস্থায় থাকা জি.ডি.এ কর্মী পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানায়। জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের দুই ব্যক্তি চিকিৎসা করাতে আসে বুধবার রাতে। এবং চিকিৎসকের অনুমতি ছাড়াই তাদের ব্লাড প্রেসার চেক করার জন্য জোর করতে থাকে হাসপাতালের জরুরীকালীন বিভাগে কর্তব্যরত অবস্থায় থাকা অনুপ বণিক নামের এক জি.ডি.এ কর্মীকে। চিকিৎসকের অনুমতি ছাড়া এই জি.ডি.এ কর্মী ব্লাড প্রেসার চেক করতে অনীহা প্রকাশ করেন। তখন ঐ দুই ব্যক্তি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় থাকা অনুপ বণিক নামের জি.ডি.এ কর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে বলে অভিযোগ। এই ঘটনার জেরে বুধবার রাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে।