Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীকে দলীয় কর্মসূচি এড়িয়ে জনগণের কাজে ব্যস্ত হতে আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতির

মুখ্যমন্ত্রীকে দলীয় কর্মসূচি এড়িয়ে জনগণের কাজে ব্যস্ত হতে আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : বর্তমান সরকার এবং বিজেপি দল নীতি হীনতার চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দেশে এবং রাজ্যে এ সরকারের অবনতান্ত্রিক ও অসাংবিধানিক কার্যকলাপে মানুষের নাভিশ্বাস উঠেছে। যার ফলে বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যে ৬১ শতাংশ মানুষ এই সরকারের বিরোধিতা করেছে। আগামী দিনে মানুষের অসন্তোষ আরো বাড়বে। কারণ জনগণ শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সহ নানা ক্ষেত্রে ভুগছে।

 তাই মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ না করলে রাস্তায় নামতে বাধ্য হবে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি এদিন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে আরো বলেন, রাজ্যের ক্যান্সার হাসপাতালের পরিষেবা করুন। রোগী বহিঃরাজ্যে পর্যন্ত রেফার মিলছে না। হাসপাতালের মধ্যে বহু মূল্যবান মেশিন মাসের পর মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে চরম উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত হয়ে আছেন। তাই দলীয় কর্মসূচি থেকে নজর এড়িয়ে মানুষ কিভাবে সঠিক স্বাস্থ্য পরিষেবা পেতে পারে সে বিষয়ে নজর দিতে আহ্বান করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। রাজ্যের সরকারি দপ্তর গুলিতে কাঠমানির কোন তদন্ত হচ্ছে না। লাগাতার দুর্নীতির খবর সামনে উঠে আসছে। বিশেষ করে জল জীবন মিশন নিয়ে বড়সড়ো দুর্নীতির অভিযোগ উঠেছে। এ দুর্নীতি অভিযোগে সুষ্ঠু তদন্ত করে জনগণের কাছে স্বচ্ছ ভাবমূর্তি মুখ্যমন্ত্রী তুলে ধরা দাবি করলেন আশীষ কুমার সাহা। বর্তমানে রাজ্যের অবস্থা হলো সাবকা সাথ, সবকা বিকাশের কথা বলে বিরোধীদের উপর চলছে লাগাতার সন্ত্রাস। আদায় করা হচ্ছে জিজিয়া কর।

সেন্টিগ্রেড গুলির মধ্যে পর্যন্ত গাড়ি চালকদের উপর আক্রমণ নামিয়ে আনতে লাইনচ্যুত করে রাখা হচ্ছে। শুধু তাই নয়, সামাজিক ভাতা থেকে বিরোধী দলের গরিব অংশের মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা দাবি করলেন আশীষ সাহা। তিনি আরো বলেন, যোগদান সভায় অংশ নিতে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বাধ্য করছে শাসক দল বিজেপি। এবং পরিসংখ্যান তুলে ধরে ঘোষনা দিচ্ছে কতজন যোগদান করেছে। কিন্তু বাস্তবটা হল মানুষকে চাপের মুখে বাধ্য করা হচ্ছে যাতে যোগদান সভায় এসে সশরীরে উপস্থিত হয়। গণতান্ত্রের ছিটেফোটাও এই রাজ্যে নেই। আর বিরোধীরা যখন এ বিষয় নিয়ে কথা বলতে চায় তখন তাদের এ সরকার বিধানসভায় ভেতরে এবং বিধানসভার বাইরে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখার চেষ্টা করে বলে সমালোচনা করলেন প্রবেশ কংগ্রেস সভাপতি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য