Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যধনপুর বিজেপি অফিসে তালা দিল জনতা, আহত প্রতিবাদীরা

ধনপুর বিজেপি অফিসে তালা দিল জনতা, আহত প্রতিবাদীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই :বিজেপি অফিসে ঝুলল তালা। ফের উত্তপ্ত অভিভাবকহীন ধনপুর। ঘটনার বিবরণে জানা যায়, ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালী কৃষ্ণনগর রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছে। এবং এই রাস্তার মধ্যে যে সেতুটি ছিল এটাও ভাঙ্গা। এলাকাবাসীর অভিযোগ কালী কৃষ্ণনগর বাজার থেকে সীমন্ত এলাকায় যাওয়ার একমাত্র রাস্তাটির সংস্কারের কোন উদ্যোগ নেই। বহুবার দপ্তরে অভিযোগ জানানোর পরও সংস্কারে কোন উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে রবিবার এক ইট বুঝাই গাড়ি দুর্ঘটনায় পড়ে।

 তারপরেই ক্ষুব্ধ হয়ে রাতে পাটি অফিসে তালা দেয় স্থানীয়রা। পরে একটা সময় দুর্বৃত্তরা তালা দেওয়া স্থানীয়দের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাতে আহত হয় পাঁচ জন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে যাত্রাপুর থানার পুলিশ। আহতরা হলো মরন পাল, হারাধন পাল, রানা প্রতাপ পাল, সম্রাট পাল, নির্মল পাল। সূত্রে খবর গ্রাম প্রধান সুভাষ পালের নেতৃত্বে এদিনের আক্রমণের ঘটনার সংগঠিত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সুষ্ঠু তদন্তে বের হয়ে আসতে পারে ঘটনার আসল রহস্য। তবে এই বিধানসভা কেন্দ্রে বিধায়ক না থাকায় উন্নয়নমূলক কাজে ব্যাপক ব্যাঘাত ঘটছে। এর খবর রাখছেন না সরকার বাহাদুর। কবে নাগাদ উপনির্বাচন সংগঠিত হবে এবং এলাকায় বিধায়ক নির্বাচন হবে সেই বিষয় নিয়ে কিছুই বলতে পারছে না রাজনৈতিক মহল। এখন পর্যন্ত উপ নির্বাচনের কোন ইঙ্গিত নেই বলা চলে। কিন্তু মানুষের মনে ক্ষোভের বহর বাড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য