স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : শুক্রবার গভীর রাতে বউলাবাসা এলাকায় দুর্বৃত্তরা একটি গাড়ির গ্যারেজ ভেঙ্গে ভেতরে প্রবেশ করে TR 02 K 0490 নাম্বারের গাড়িতে ভাংচুর চালায়। জানা যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন কৈলাশহর নগর অধ্যক্ষ শিবাজী সেনগুপ্তের বাড়িতে একটি ঘর গ্যারেজ হিসাবে ভাড়া নিয়েছিলেন রঘুকান্ত মিশ্র। অভিযোগ শুক্রবার গভীর রাতে কে বা কাহারা সেই গাড়ির ঘরটি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গাড়িটিতে ভাঙচুর চালায়। এতে ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি।
শনিবার বিষয়টি নজরে আসার পর গাড়ির মালিক বাড়ির মালিককে খবর দেন। ছুটে আসেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন কৈলাশহর নগর অধ্যক্ষ শিবাজী সেনগুপ্ত। উল্লেখ্য কৈলাশহর থানা থেকে ঢিলছুরা দূরত্বে রয়েছে শিবাজী সেনগুপ্তর বাড়ি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ জানান শিবাজী সেনগুপ্ত। তিনি জানান এর আগেও তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। একাধিকবার আক্রান্ত হয়েছেন। পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের আইনের আওতায় আনতে ব্যর্থ। তবে কি কারনে শুক্রবার গভীর রাতে গাড়ির গ্যারেজ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গাড়িটিতে ভাঙচুর চালানো হল তা স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরপরিষদের ভাইস চেয়ারম্যান নিতিশ দে। গাড়ির গ্যারেজের ভিতর থেকে প্রচুর পরিমাণে ইটের টুকরো উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।