Saturday, August 2, 2025
বাড়িরাজ্যকুমারঘাটে উল্টো রথ দুর্ঘটনায় আহত তিনজনকে পাঠানো হবে দিল্লি

কুমারঘাটে উল্টো রথ দুর্ঘটনায় আহত তিনজনকে পাঠানো হবে দিল্লি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : গত ২৮ জুন কুমারঘাটে উল্টো রথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আটজনের। আহত হয়েছে বহু। তাদের মধ্যে গুরুতর আহত তিনজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের দিল্লি পাঠিয়ে আরো উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে মনে করছে রাজ্য সরকার। সে অনুযায়ী তাদের দিল্লি পাঠিয়ে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার বিমানে দুজন রোগীকে দিল্লি পাঠানো হয়। রবিবার আরো একজন রোগীকে দিল্লী পাঠানো হবে।

 এদিন সকালে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবি হাসপাতালে যান। কথা বলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে। আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনজনের অবস্থা গুরুতর ছিল। তাদের বর্তমানে অবস্থা স্থিতিশীল। তারপরও তাদের উন্নত চিকিৎসার জন্য দিল্লি পাঠানো হচ্ছে। এর জন্য দিল্লির চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে রাজ্যের চিকিৎসকদের। দিল্লির চিকিৎসকরা জানিয়েছেন খুব ভালো চিকিৎসা হয়েছে আহত এই তিন রুগীর। এখন দিল্লি নিয়ে বাকি পরিষেবা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব ডাক্তার দেবাশীষ বসু সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!