স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : ৮ টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে শুক্রবার এক ধিক্কার মিছিল সংগঠিত হয়। পবিত্র বিধানসভায় রাজ্যের বিরোধীদলের সদস্যদের অপসংস্কৃতি মূলক আচরণের প্রতিবাদী তাদের এই ধিক্কার মিছিল। বিধানসভায় গণতন্ত্রকে কালিমা লিপ্ত করার অভিযোগ আনা হয় বিরোধী দলের অপসংস্কৃতি মূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত বিধায়কদের বিরুদ্ধে। রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মিছিলটি। মিছিলে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ৮ টাউন বড়দোয়ালি মন্ডলের অন্যান্য কার্যকর্তা।
এদিকে লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে নেই কোন এজেন্ডা। তাই বিধানসভা অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরেও অযৌক্তিক একটি অভিযোগ উত্থাপন করে জনসম্মুখে নিজেদের প্রচার চালিয়ে যেতে চাইছে। শুক্রবার সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে সুদীপ রায় বর্মনের বক্তব্য নিয়ে মাঠে নেমেছে পাপিয়ার অনুগামীরা। অভিযোগ রাজ্যের পবিত্র বিধানসভা অধিবেশনে বিরোধীরা অপসংস্কৃতি মূলক আচরণ ও ব্যবহারে গণতন্ত্রকে কালিমালিপ্ত করেছে। এই রুচিহীন কান্ডারি ও তাদের দলকে ধিক্কার জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফে ধিক্কার মিছিল। আগরতলা মন্ডলের উদ্যোগে ধিক্কার মিছিল হয় শুক্রবার। এদিন জিবি বাজার থেকে বের হয় দলীয় কর্মী- সমর্থকদের মিছিল। জিবি বাজার থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রাধানগরে শেষ হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ সহ বিজেপি কর্মকর্তারা।