স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : কুখ্যাত নেশা কারবারির হাতে এক যুবক আক্রান্ত হওয়ার অভিযোগ। আহত যুবকের নাম সমীর দেব। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিংগড় ভাগলপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ভাগলপুর এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলছে। সিমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের ম্যানেজ করে নেশা কারবারিরা বাংলাদেশে অবাধে পাচার করে নেশা সামগ্রী।
এলাকার লোকজন এই সকল নেশা কারবারিদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে নারাজ। এরই মধ্যে এলাকার যুবক সমীর দেব এই নেশা বাণিজ্যের প্রতিবাদ করে। নেশা বাণিজ্যের প্রতিবাদ করায় এলাকায় কুখ্যাত নেশা কারবারিরা সমীর দেবকে বেধড়ক ভাবে মারধর করে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত সমীর দেব। আহত সমীর দেবের মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এলাকার কেউই এই সকল নেশা কারবারিদের বিরুদ্ধে মুখ খুলতে নারায়। তিনি আরও জানান এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলছে। পুলিশের ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ ব্যক্ত করেন।