Friday, March 29, 2024
বাড়িরাজ্যট্রাফিক পুলিশের বরখাস্তের দাবি জানিয়ে এন এস ইউ আই-র ডেপুটেশন

ট্রাফিক পুলিশের বরখাস্তের দাবি জানিয়ে এন এস ইউ আই-র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : ছাত্রদের মারধরের ঘটনার প্রতিবাদে এবার সরব হলো এন এস ইউ আই। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ইকফাই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে ভিআইপি রোডে যান্ত্রিক গোলযোগের কারণে থেমে যাওয়ায় ট্রাফিক পুলিশ মারধর করেছে বলে অভিযোগ।

এ ঘটনায় জড়িত ট্রাফিক পুলিশ কর্মীদের চিহ্নিত করে বরখাস্ত করতে হবে বলে দাবি জানিয়ে শনিবার লেইক চৌমুহনি স্থিত পশ্চিম জেলা ট্রাফিক পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে এন এস ইউ আই। এনএসইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় জানান, যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ট্রাফিক পুলিশদের বরখাস্ত করা না হয় তাহলে সারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে। কারণ ছাত্রদের উপর পুলিশের মারধরের ঘটনা পূর্বেও একাধিকবার ঘটেছে। রাজ্যের জঙ্গল রাজ চলছে। কিন্তু এবার যদি এ বিষয়ে কোনো রকম গাফিলতি হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে এন এস ইউ আই। এমনটাই হুঁশিয়ারি দিলেন সম্রাট রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য