Saturday, February 8, 2025
বাড়িরাজ্যট্রাফিক পুলিশদের শাস্তির দাবি জানাল টি এস এফ

ট্রাফিক পুলিশদের শাস্তির দাবি জানাল টি এস এফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : গত ১৩ জানুয়ারি ভি আই পি রোডে দুই ছাত্র গাড়ির যান্ত্রিক সমস্যার কারণে দাঁড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে কয়েকজন ট্রাফিক কর্মী ছাত্রদের ট্রাফিক ভবনে নিয়ে এসে মারধর করে বলে অভিযোগ। ছাত্রদের গাড়ির যান্ত্রিক সমস্যার কারণে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে পড়েছিল।

ছাত্রদের মারধর করার ঘটনার পরিপ্রেক্ষিতে এল সি সি থানায় একটি মামলা রুজু করে ছাত্ররা। সেখানে উপস্থিত ছিল টি এস এফ -এর সদস্যরা। কিন্তু দু’দিন হয়ে গেলেও এখন পর্যন্ত ছাত্রদের মামলার কোন রেজিস্টার হয়নি। বরং ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে রেজিস্টার করেছে পুলিশ। তাই সেই মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ছাত্রদের পক্ষ থেকে রুজু করা মামলার রেজিস্টার করতে হবে। শনিবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান টি এস এফ-এর সভাপতি মহেশ্বর ত্রিপুরা। তাদের অভিযোগ সেদিন ছাত্রদের পক্ষ থেকে মামলাটি রুজু করার আগে ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মী বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলেন। কিন্তু মীমাংসার পথে হাঁটতে রাজি নয় টি এস এফ। কারণ ট্রাফিক পুলিশ যে ভুল করেছে তার শাস্তি পেতে হবে। ৪ জন ট্রাফিক কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ট্রাফিক কর্মীরা জানায় তারা নাকি তাদের চাকরি বাঁচাতে ছাত্রদের মারধর করেছে। কিন্তু ছাত্রদের কোনরকম দোষ ছিল না। বিষয়টি দ্রুত তদন্ত করে জনসম্মুখে তুলে ধরা দাবি জানায় টি এস এফ। নয়তো তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য