স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে এলাকাবাসী এবং গাড়ি চালকরা বুধবার সকালবেলা গন্ডাছড়া – রহস্যাবাড়ি রাস্তা অবরোধে শামিল হয়। এদিন সকাল থেকেই তারা রঞ্জিত পাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস, পূর্ত দপ্তরের এসডিও সহ অন্যান্য আধিকারিক।
অবরোধকারীদের বক্তব্য রাস্তাটি যখন সংস্কার করা হয়, তখনই নিম্নমানের কাজ দেখে বাধা দেওয়া হয়। কিন্তু কাজ বন্ধ না রেখে রাস্তাটি সংস্কার করেছে দপ্তরের আধিকারিক। এবং যেহেতু দপ্তরের আধিকারিক স্বচক্ষে দেখে রাস্তার কাজ এত নিম্নমানের করেছে তাতে স্পষ্ট ঘুষ খেয়েছেন আধিকারিক। এভাবেই জবাবদিহি করলেন প্রশাসনিক আধিকারিকদের অবরোধকারীরা। তবে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকার ফলে আটকে পড়ে বহু গাড়ি। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় বিষয়টি দ্রুত তদন্ত করা হবে। তারপর বারোটা নাগাদ অবরোধ তুলে নেয় এলাকাবাসী এবং যান চালকরা। তাদের দাবি অবিলম্বে রাস্তাটি পুনরায় সংস্কার করতে হবে এবং যারা রাস্তা সংস্কারে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।