স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : সোমবার সকালে কৈলাসহরের মহকুমা বিভিন্ন সরকারি ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন যান মহকুমাশাসক প্রদীপ সরকার। সরকারি ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন শেষে মহকুমাশাসক প্রদীপ সরকার জানান, কৈলাসহর মহকুমার অধীনে ৬৮ টি সরকারি ন্যায্য মূল্যের দোকান রয়েছে।
এদিন তিনি কৈলাসহর পুর পরিষদের অধীনে একটি এবং চন্ডীপুর ব্লকের অধীনে পাঁচটি ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেছেন। তবে কোনরকম অনিয়ম পাওয়া যায়নি। তবে কয়েকটি ন্যায্য মূল্যের দোকানে নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং দোকানের বোর্ড ঠিক ঠাক ছিলো না। খুব শীঘ্রই এগুলো ঠিকঠাক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মহকুমাশাসক প্রদীপ সরকার। প্রতিমাসে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। রেশন ডিলারদের নির্দেশ দেয়া হয়েছে সঠিক সময় যাতে নেত্রামূল্যের দোকান খোলা হয়। ভক্তারা যাতে সব ধরনের সামগ্রী পায় তার বন্দোবস্ত রাখতেও বলা হয়েছে। তবে এভাবে প্রতিনিয়ত প্রশাসনের আধিকারিকরা সরকারি ন্যায্য মূল্যের দোকান গুলোতে পরিদর্শন করলে রাজ্যের সাধারণ মানুষদের উপকারে আসবে বলেই মনে করছে মানুষ। এদিন অভিযানে ছিলেন অতিরিক্ত মহকুমাশাসক, ডেপুটি মাজিস্ট্রেট সহ খাদ্য দপ্তরের আধিকারিক।