স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : বিধানসভায় শুক্রবার ২০২৩-২৪ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এ বছর তিনি মোট ২৭ হাজার ৬৫৪.৪০ কোটি টাকার বাজেট পেশ করেছেন। সব অংশের মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বাজেট পেশ করা হয়েছে।
জনকল্যাণ মুখী এই বাজেটের মাধ্যমে আগামী দিনের স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে। ইতিবাচক ভূমিকা নিয়ে সরকার কাজ করবে। এই জনকল্যাণ মুখী বাজেটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী সভার সদস্য- সদস্যাদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে বিজেপি ত্রিপুরা প্রদেশ। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি এদিন বাজেটের প্রসঙ্গে বলেন, ১৩ টি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে ৪৯৩৯ কোটি টাকা।
সড়কের ক্ষেত্রে ১৩৬০ কোটি, স্বাস্থ্য ক্ষেত্রে ১৭৫৬ কোটি টাকা, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৪৩৬ কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এই ঐতিহাসিক বাজেট পেশ করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। যার জন্য বাজেটে ব্যায় বরাদ্দ রাখা হয়েছে ৫৯ কোটি টাকা। বাজেটের একাধিক বিষয় সম্পর্কে অবগত করেন তিনি। এই বাজেটকে স্বাগত জানিয়ে আগামী ১০ জুলাই বিকালে সাংগঠনিক ১০ টি জেলায় ধন্যবাদ মিছিল করার ঘোষণা দেন প্রদেশ সভাপতি। একই সঙ্গে তিনি বলেন যেভাবে পবিত্র বিধানসভাকে কুলুষিত করার চেষ্টা হয়েছে তা জনগণের সামনে উপস্থাপিত হয়েছে। বিরোধী দল সরকারের প্রতিবিম্ব হয়ে কাজ করে। গঠন মূলক আলোচনা হবে মানুষের স্বার্থে। কিন্তু বিরোধীরা বিধানসভায় যে ভাষার প্রয়োগ করেছেন তা রাজ্যের জন্য দুঃখের এবং লজ্জার। আগামী দিনে রাজ্যের মানুষ বিরোধী দলের এই ভূমিকাকে নিন্দা জানাবে বলে আশা ব্যক্ত করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।