Saturday, January 25, 2025
বাড়িরাজ্যপি.আর.টি.সি বাধ্যতামূলক করায় সরকারকে শুভেচ্ছা জানাল যুব মোর্চা

পি.আর.টি.সি বাধ্যতামূলক করায় সরকারকে শুভেচ্ছা জানাল যুব মোর্চা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান, স্বাবলম্বী হওয়ার স্বার্থে বহু কাজ করেছে। যে কারনে আবার এই রাজ্যে দ্বিতীয় বারের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ২৪ হাজার ৩৩ জনকে সরকারী চাকুরী প্রদান করা হয়েছে বিজেপি-র প্রথম পাঁচ বছরে।

এর মধ্যে ১৭ হাজার নিয়মিত চাকুরি হয়েছে। যা বিগত দিনে হয়নি। স্বচ্ছতা বজায় রেখে চাকুরি প্রদান করছে রাজ্য সরকার। এরই মধ্যে রাজ্য মন্ত্রীসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারী প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বসার জন্য পি আর টি সি বাধ্যতা মূলক। রাজ্য মন্ত্রীসভার এই যুগান্তকারী এবং সময়োপজোগী ও যুব স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করার  জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করল প্রদেশ বিজেপি যুব মোর্চা। বুধবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান যুব মোর্চার সহ- সভাপতি ভিকি প্রসাদ । তিনি আরো জানান এদিন যুব মোর্চার প্রদেশ সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে যুবকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। ৩৫ বছরে সিপিএম-র আমলে রাজ্যে বেকার তৈরির কারখানা তৈরি করেছিল বলে মন্তব্য করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য