স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : মঙ্গলবার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে সামাজিক মাধ্যমে জনজাতিদের ধন্যবাদ জানাতে এসে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, তিনি রাজনীতি আর করতে চান না। তবে জন জাতিদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করবে। কারণ মন্ত্রী ও সাংসদ হয়ে কোন কিছু মিলবে না।
এমনকি নতুন দল আত্মপ্রকাশ করেও কিছু মিলবে না। যতক্ষণ না পর্যন্ত জনজাতিরা দিল্লিতে এক সুরে কথা বলবে। তিনি আরো বলেন, জনজাতিদের জন্য অনেক ত্যাগ ও বলিদান করেছেন। কিন্তু সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো কারোর সফলতা দেখে হিংসা করা। তার জন্যই আজকে জনজাতিদেরকে এই অবস্থা। তাই পুনরায় জনজাতিদের উদ্দেশ্যে দাবি করা হচ্ছে আগামী ২-৩ মাস নিজেদের স্বার্থ দূরে সরিয়ে ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের আন্দোলন শক্তিশালী করে সরকারকে চাপে রাখতে হবে। সেটা বিধানসভা অন্দরে ও বিধানসভার বাইরে ময়দানেও। ততক্ষণই চাপ বজায় রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত পৃথক রাজ্যের দাবি পূরণ হবে। তিনি জনজাতি অংশের মানুষদের জন্য ঘোষণা দিয়ে বলেন, আগামী ৮ জুলাই মাধব বাড়িতে গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে এক মিছিলের আয়োজন করা হয়েছে।
সেই মিছিলে তিনি উপস্থিত থাকবেন। জনজাতি অংশে সকলে যেন এই মিছিলে উপস্থিত থাকে তার জন্য আহ্বান জানান প্রদ্যোত। এবং আগামী ১৫ ও ১৬ জুলাই অধিবেশন রয়েছে। সেই অধিবেশনে দলের পুরোপুরি পরিবর্তন আনা হবে। তাদেরই দলের পদে মধ্যে রাখা হবে যারা দলের কথা কম চিন্তা করে জনজাতিদের স্বার্থে কাজ করতে চায়। কিন্তু কেউ কেউ বলছে তিপ্রা মথাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। কিন্তু দলকে নয় আন্দোলনকে শক্তিশালী করতে হবে। কারণ কয়েকজনকে পদ দিয়ে দল শক্তিশালী হতে পারে না। দল তখনই শক্তিশালী হবে যখন জাতি সঙ্গে থাকে। সুতরাং যেদিন দল জাতির কথা না ভেবে নিঃস্বার্থের কথা চিন্তা করবে তখনই দলের পতন শুরু হয়।